সম্পর্ক ভাঙার ৬টি কারন |
ভালোবাসার সম্পর্ক খুবই মধুর হয়ে থাকে। একে অপরকে বোঝার মাধ্যমেই দুজন দুজনের আরো বেশি কাছে আসে। দিন দিন এই সম্পর্কের গভীরতা বাড়তেই থাকে। তবে সবার জন্য তা এক হয় না।
অনেকের ক্ষেত্রে সম্পর্ক গভীর হওয়ার বদলে তা ভাঙনের দিকে যায়। তাও নিজেদেরই কিছু ভুলের কারণে। দেখা যায়, যে মানুষটার সকাল থেকে রাত পর্যন্ত আপনিই ছিলেন সবচেয়ে কাছের, সে যেন হুট করে বদলে যাচ্ছে। সম্পর্কে তখন দুজনের দূরত্ব বাড়তে থাকে। খুব দ্রুতই হয়তো আলাদা হয়ে যেতে হবে দুজনকে।
তবে এর জন্য জানতে হবে সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভেঙে যাওয়ার লক্ষণগুলো। আর সেভাবেই সম্পর্ক টিকিয়ে রাখতে তৎপর হতে হবে। চলুন তবে জেনে নেয়া যাক ছয়টি লক্ষণ সম্পর্কে-
> আজকাল কি সঙ্গীকে একটু বেশি সন্দেহ করছেন? সে কোথায় যায়, কার সঙ্গে মেশে এসব ব্যাপারে যদি আপনি অতি আগ্রহ দেখান, তাহলে বুঝতে হবে তার ওপর আপনার বিশ্বাস কমে যাচ্ছে। একসময় ঠিক একই ঘটনা হয়তো আপনার সঙ্গেও ঘটতে পারে। আর তখনই বাড়ে দূরত্ব, সৃষ্টি হয় সম্পর্কের অবনতি।
> একসময় ভালো লাগলেও আজকাল সঙ্গী যা বলছে, তার কোনোটাই আপনি মেনে নিচ্ছেন না। তার দেয়া প্রতিটি কথাতেই আপনার বিরক্ত লাগছে। এমনটি হলে কিন্তু তা সম্পর্কে অবনতি আনবেই।
> কোনো ঘটনা যদি আপনার মনমতো না হয়, তখনই আপনি সেই দোষ সঙ্গীকে দেন। আপনার ধারণা, তার ভুলের কারণেই এমনটি হয়েছে। তবে সব সময় এমনটি নাও হতে পারে। এ বিষয়টিই আপনি মানতে চান না বলে সম্পর্কে দ্রুত অবনতি হতে পারে।
> ছোট কোনো বিষয় নিয়ে আজকাল দুজনের মধ্যে ঝগড়া হলে সেটি বেশ বড় ঘটনা হয়ে দাঁড়ায়। অথচ ভালোবাসা থাকলে সে বিষয়টি হয়তো এড়িয়ে ফেলা যেত খুব দ্রতই। এমন ঘটনা বারবার ঘটতে থাকলে বুঝবেন সম্পর্কের সময় হয়তো ফুরিয়ে আসছে।
> আপনার বা আপনার সঙ্গীর যদি নিজেরা ছাড়া বাইরের কারো সঙ্গে সময় কাটাতে বেশি ভালো লাগে, তবে বুঝবেন সম্পর্কে ফাটল ধরেছে। আর এটি যত বেশি হবে তত দ্রত ভেঙে যাবে সম্পর্ক।
> একসময় হয়তো সপ্তাহে প্রায় দিনই আপনাদের দেখা হতো। কিন্তু ইদানীং নানা বাহানায় সে দেখা করাটা কি কমে যাচ্ছে? ভেবে দেখুন, এটাই হয়তো সম্পর্কে ফাটলের শুরু।
from Tuneshut - Looking for something new https://ift.tt/3azIydZ
bangla,bangla tech,bangla tech s,bangla news,bangla tutorial,tech bangla it,tech bangla,bangla tech channel exposed,tech bangla pro,bangla tech channel roasted video,bangla tv channel,bangla channels,in bangla,bangla movie,bangla news 24,bangla review,bangla boy,news bangla,new tech,tech,tyag bangla movie,shaj tech,news bangla 24,debtech bangla channel,like app bangla,bangla android,bangla tutorial idm, bangla,bangla funny video,bangla movie,bangla new movie,funny facebook posts,new bangla funny video,funniest facebook posts,post office,bangla natok,bangla movie song,bangla facebook post,bangla tutorial,new bangla natok,bangla full movie,bangla cinema,bangla dhadha,bangla natok post mortem,bangla funny facebook post,bangla motivational video,bangla facebook funny,facebook post,facebook funny post, Credit Tuneshut -
No comments:
Give us your valuable feedback about this post
Post a Comment